ওটিটির জোয়ারে ভাসছে বিনোদন অঙ্গন। ক্রমেই এই মাধ্যমটি গ্রহণীয় হয়ে উঠছে সবার কাছে। বাজেট ও গল্প বলার অবাধ স্বাধীনতা অভিনয়শিল্পী ও নির্মাতাদের আগ্রহী করে তুলছে মাধ্যমটিতে। অভিনয়শিল্পীদের প্রায় জনই ঝুঁকছেন এই প্লাটফর্মের দিকে। একসময় ওটিটি নিয়ে যারা নাক-ছিটকাতেন তারাও এখন অভিনয় করছেন এই মাধ্যমে। দুই পর্দার অনেকেই নিয়মিত কাজ করছেন ওটিটিতে। কেউ কেউ ভালো সুযোগের অপেক্ষায় আছেন।
অথচ একদমই ভিন্ন কথা শোনালেন জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। সাফ জানিয়ে দিলেন, ওটিটি প্লাটফর্মে আর অভিনয় করবেন না তিনি।
এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ওটিটিতে যে কয়েকটা কাজ করেছি বলা যায়, ওগুলো গেস্ট অ্যাপেয়ারেন্স ছিল। ‘মুন্সিয়ানা’ ওয়েব সিরিজ কিংবা ‘হোটেল রিল্যাক্স’ দুটো একই। এছাড়া নতুন কোনো কাজ করছি না। তিনি আরও বলেন, ‘প্রস্তাব নিয়মিতই পাচ্ছি কিন্তু করছি না। কারণ আমার মনে হয় ওটিটি আমার সঙ্গে যায় না। সেখানে চরিত্রে অশালীনভাবে উপস্থাপনের বিষয় থাকে। সিনেমার ওই দুঃসময়টাতেই নিজেকে যখন অশালীনভাবে উপস্থাপন করিনি, এখন ওটিটি তো প্রশ্নই আসে না।’
এদিকে কয়েকদিন আগে খবর রটেছিল, আবারও মা হচ্ছেন পূর্ণিমা। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এ ধরনের খবর মোটেও সত্যি নয়। এটি গুজব। আমার একটি কন্যাসন্তান আছে। আপাতত আর কোনো সন্তান নিচ্ছি না। নিলে সেটা আমিই জানাব। পরিবার আর মেয়েকে সময় দিচ্ছি। মেয়ের পড়াশোনা দেখছি।’ জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু হয়েছিল পূর্ণিমার।
এরপর অনেক ব্যবসা সফল সিনেমায় উপহার দিয়েছেন তিনি। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ (২০১০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। জনপ্রিয়তা থাকলেও আগের মতো সিনেমায় দেখা যায় না তাকে।
তবে মুক্তির অপেক্ষায় আছে পূর্ণিমার একাধিক সিনেমা। এর মধ্যে আছে ‘গাঙচিল’ ও ‘আহারে জীবন’ ছবি দুটি। এছাড়া অর্ধেক কাজ শেষ হয়ে বাকি কাজ আটকে আছে ‘জ্যাম’ ছবির।
কবে এই ছবির কাজ শেষ করা হবে, জানেন না নায়িকা। তিনটি ছবিতেই পূর্ণিমার নায়ক ফেরদৌস। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও মাঝেমধ্যে দেখা যায় এ অভিনেত্রীকে।