শোবিজ অঙ্গনে দেশের সবচেয়ে বড় প্রভাবশালী পুরস্কার ‘মেরিল প্রথম আলো পুরস্কার’। তারা সংগীতের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিলেও গীতিকার, সুরকার ও সংগীতায়োজকদের কোনো পুরস্কার দেয় না। এ নিয়ে ফেসবুকে ক্ষোভ ঝেড়েছেন খ্যাতিমান সুরকার প্রিন্স মাহমুদ।
তিনি পুরস্কার কর্তৃপক্ষকে সংগীতবিষয়ক কোনো পুরস্কার না দেওয়া জন্য অনুরোধ জানিয়েছেন তার লেখায়। ক্ষোভের সঙ্গে তিনি সুরের পেছনের মানুষদের কষ্ট দেওয়া বন্ধ করতে বলেছেন। একই সঙ্গে তাদের পরামর্শ দিয়েছেন গান না শুনতে। তার মতে তারা সে অধিকার হারিয়েছেন।
তারকা সংবাদ-এর পাঠকদের জন্য প্রিন্স মাহমুদের লেখাটি নিচে দেওয়া হল:
আশ্চর্য একটা পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার। এখানে নাটক সিনেমার জন্য প্রচুর পুরস্কার দেয়া হয় শুধু গীতিকার, সুরকার সংগীত অ্যারেঞ্জারের কোনো পুরস্কার দেয়া হয় না। গায়ক গায়িকা/ নায়ক/নায়িকা আর সিনেমার পরিচালকেরা গদগদচিত্তে পুরস্কার নেন। মধু-মিষ্ট কথা বলেন কিন্তু গানের স্রষ্টার পুরস্কার বিষয়ে কখনো কেউ একটা কথা বলেন না। গত ২৪ বছরে তবে কি কোন ভাল লেখা বা সুর হয় নাই? আজকে সাদা সাদা কালা কালা গায়ক ‘হাসিয়া-খেলিয়া’ পুরস্কার নিয়ে গেলেন গীতিকার সুরকার সংগীত আয়োজক এর জন্য ছিল কেবল এক বাটি বাতাস ভর্তি সান্ত্বনা। ছিঃ
মতি ভাই, অঞ্জন চৌধুরী ভাই আনিসুল হক ভাই, এ বড় লজ্জার কথা। এ লজ্জার দায় আপনারা এড়িয়ে যেতে পারেন না। আপনারা ‘বদলে যাও বদলে দাও’ বলে থাকেন। এই বদলে যাওয়ার কথা আসলে আমার কাছে অনর্থকই মনে হচ্ছে। আপনারা কি সুর শোনেন? সত্যিই পরিবর্তনের কোন সুর কোনো গান আপনাদেরকে কখনো প্রাণিত করেছিল কি? আপনারা যদি প্রকৃত পরিবর্তনে বিশ্বাস-ই করেন তাহলে অনুরোধ প্রথম আলো পুরস্কার’ থেকে গান বিষয়ক পুরস্কার দেয়া বন্ধ করুন। সুরের পেছনের মানুষদেরকে কষ্ট দেয়া বন্ধ করুন। আর গান শোনাও বন্ধ করুন। এই অধিকার আপনারা হারিয়েছেন …