বাংলাদেশে রেকর্ড সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মুজিব’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি আগামী ১৩ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আর ভারতে মুক্তি পাবে ২৭ অক্টোবর।

রোববার (১ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সিনেমাটির নতুন ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। সিনেমাটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এর আগে গত ৩১ জুলাই বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি।

জানা গেছে, দেশে রেকর্ড সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘মুজিব’ ছবিটি। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সসহ বাংলাদেশের ১৫৩ প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সাধারণত ঈদ উৎসব ছাড়া অন্য সময়ে একসঙ্গে এতগুলো প্রেক্ষাগৃহে ছবি মুক্তি গেল কয়েক বছরে দেখা যায়নি। চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এটি সত্যিই আশার খবর।

ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (হোসেন শহীদ সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান) ও জায়েদ খান (টিক্কা খান)।

২০১৯ সালে সিনেমাটির কাজ শুরু হয়। চলতি বছরের ৩১ জুলাই ছবিটি বাংলাদেশে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। ২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে চলচ্চিত্রটির প্রথম ধাপের শুটিং শুরু হয়। এতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। ‘মুজিব’ ছবিতে ‘অচিন মাঝি’ শিরোনামে একটি গান লিখেছেন জাহিদ আকবর, সংগীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র।

Leave a Reply

Your email address will not be published.