ব্যবসায় নাম লিখিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সম্প্রতি রিমার্ক নামের একটি প্রসাধনী প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব নেন তিনি।
ব্যবসায় নাম লিখিয়ে গণমাধ্যমকে শাকিব বললেন, ‘এর আগে সিনেমা রিলেটেড ব্যবসা করলেও এর বাইরে এবার এলাম। এখানেও নাম্বার ওয়ান হওয়ার চ্যালেঞ্জ আছে। রিমার্ক হারল্যান হবে বাংলাদেশিদের গর্ব। যা উৎপাদিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। একদিন ওয়ালটনের মতো এটাও নাম্বার ওয়ান হবে।’
শাকিব খান ব্যবসায় নাম লেখানোয় বেশ খুশি তারই প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে আছেন তিনি।
অপু বিশ্বাস বলেন, ‘আমার মাথায় সারাক্ষণ ব্যবসার চিন্তাভাবনা ঘুরতে থাকে। কারণ মানুষ ব্যবসায়ের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়। সেই চিন্তা থেকেই যমুনা ফিউচার পার্কে শাকিবের একটি রেস্তোরাঁ চালু করা হয়। যেহেতু আমি শাকিব দু’জনেই খুব ব্যস্ত থাকি, তাই একটা সময়ে সেই রেস্তোরাঁটি ভাড়া দিয়ে দেই।’
তিনি বলেন, ‘ব্যবসায় শাকিবের যুক্ত হওয়ার খবরটি আনন্দের। আমি মনে করি, আমার এবং জয়ের পাশাপাশি শাকিবিয়ান যারা আছেন তাদের জন্যও এটি খুশির খবর। আমি শুরু থেকেই চাইতাম, শাকিব বিজনেস করুক। ব্যবসা করার জন্য তাকে অনুপ্রাণিত করতাম। এখন সে ‘হারল্যান’ গ্রুপের পরিচালক। আমার সন্তানের বাবাকে শুভেচ্ছা। আমি তাকে নিয়ে গর্বিত।’
নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শাকিবকে নিয়ে কোনো সিনেমা তৈরির পরিকল্পনা রয়েছে কি না— এমন প্রশ্নে এই নায়িকা বলেন, ‘শাকিব খান এত বড় অভিনেতা, তাকে নিয়ে সিনেমা তৈরি করার মতো সামর্থ্য আমার নেই। তবে হ্যাঁ, যদি আমাদের পুত্র আব্রাম খান জয় চায় তাহলে হয়তো সম্ভব।’