‘শিল্পী সমিতির নির্বাচন করছে রাস্তার লোকজন’

ঢাকা সিনেমার একসময়ের আলোচিত নায়িকা ময়ূরী। শিল্পী সমিতির নির্বাচন নাকি এখন রাস্তার লোকজন করছেন, তা-ও আবার সাধারণ সম্পাদকের মতো পদে ইলেকশন করছেন, এমনটাই বললেন চিত্রনায়িকা ময়ূরী। নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এ কথা বললেন।

এই অভিনেত্রী বলেন, “শিল্পী সমিতির নির্বাচনে এখন রাস্তাঘাটের লোকজনও ইলেকশন করছে তা-ও আবার সাধারণ সম্পাদক।”

ময়ূরীর এই স্ট্যাটাস বিতর্কের ঝড় তুলেছে। কাদেরকে ইঙ্গিত করে তিনি এমনটা মন্তব্য করলেন সেই প্রশ্নের সৃষ্টি করেছে। বিশেষ করে নায়িকার ‘সাধারন সম্পাদক’ উল্লেখ করে দেওয়ায় সেই বিতর্কের জল আরও ঘোলা হয়েছে।

কারণ এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন দুই হেভিওয়েট প্রার্থী অভিনেতা ডিপজল ও অভিনেত্রী নিপুণ। তাহলে কী তাদেরকে উদ্দেশ্য করেই ময়ূরীর এই স্ট্যাটাস?

নায়িকার ঘনিষ্ঠজনেরা জানালেন, না! ডিপজল বা নিপুণকে উদ্দেশ্য করে ময়ূরীর স্ট্যাটাস নয়। বরং তিনি নিশানা করেছেন অভিনেতা শ্রাবণ শাহকে। যিনি কয়েকদিন আগেই শিল্পী সমিতির সদস্যপদ বাতিলের খবরে আলোচনায় এসেছিলেন।

পরে যদিও সেই পদ ফিরে পেয়েছেন। আর পদ ফিরে পেতেই সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য মনোয়নপত্র দাখিল করেন শ্রাবণ। কারণ নিপুণের বিপক্ষে লড়তে চান তিনি।

ময়ূরী নাম উল্লেখ না করলেও শ্রাবণ শাহকে নিয়ে এই মন্তব্য করেছেন বলে চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা। কারণ, একসময় ময়ূরী ও শ্রাবণ শাহ একইসঙ্গে বিভিন্ন মঞ্চে কাজ করতেন। দুজনের মধ্যে সুসম্পর্কও গড়ে উঠেছিল। তবে তা বেশি দিন স্থায়ী হয়নি। তাই শ্রাবণ শাহ’র নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন ময়ূরী।

Leave a Reply

Your email address will not be published.