ভারতীয় চ্যানেল জি বাংলার রিয়্যালিটি শো ‘সারেগামাপা’র চূড়ান্ত প্রতিযোগীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের মাঈনুল ইসলাম নোবেল। অনুষ্ঠানটিতে তিনি কাভার করছেন ঢাকার জনপ্রিয় সব গান।
সাম্প্রতিক পর্বে পরিবেশন করেন ‘এতো কষ্ট কেন ভালোবাসায়’ গানটি। কিন্তু ভুল করেছেন গীতিকারের নাম উল্লেখ করতে।
সেখানে নোবেল জানান, এটি নব্বই দশকে ঝড় তোলা ব্যান্ড আর্কের গান।
এই নিয়ে ফেসবুকে নামি গীতিকার-সুরকার প্রিন্স মাহমুদ লেখেন, “দুঃখিত, ‘এতো কষ্ট কেন ভালোবাসায়’ আর্ক ব্যান্ডের গান না। এটা ১৯৯৮ এ রিলিজ হওয়া আমার কথা ও সুরে আমার মিক্সড অ্যালবাম ‘শেষ দেখা’র গান, হাসান গেয়েছিল। ”
ওই সময় একক ক্যারিয়ারের পাশাপাশি আর্কের ভোকাল ছিলেন হাসান।
এর আগে প্রিন্স মাহমুদের কথা ও সুরে জেমসের ‘বাবা’ ও ‘মা’ গান দুটি কাভার করেন নোবেল। কিন্তু ওই সময়ও গীতিকার-সুরকারের নাম বলেননি তিনি। এ নিয়ে ব্যাপক সমালোচনা হলে ক্ষমাও চেয়ে নেন।
প্রিন্স মাহমুদের পোস্টে অনেকে নোবেলের এই কাণ্ডের সমালোচনা করেন। তবে এই বিষয়ে গায়কের মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে শোনা যাচ্ছে, ‘সারেগামাপা’র চূড়ান্ত পর্বে যৌথভাবে দ্বিতীয় রানারআপ হয়েছেন নোবেল। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। পর্বটি প্রচার হবে ২৮ জুলাই।