আমার পরিবারের সদস্যরাও তুফানের টিকিট পাচ্ছেন না: শাকিব

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের সিনেমা তুফানে মেতেছে সারা দেশে। এবারের ঈদুল আজহায় মুক্তি পায় সিনেমাটি। ইতোমধ্যে ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতাসহ দেশজুড়ে ১২০ টির বেশি প্রেক্ষাগৃহে চলছে চলচ্চিত্রটি। মুক্তির দিন থেকে শুরু করে এখন পর্যন্ত একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে ‘তুফান’।

এছাড়াও ‘তুফান’ এর টিকিট না পেয়ে গত ১৮ জুন সন্ধ্যায় রাজধানীর মধুমিতা সিনেমা হলে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ‘তুফান’ দেখতে আসা একদল বিক্ষুব্ধ দর্শক হলের অভ্যন্তরে ঢুকে পোস্টার ডিসপ্লে, চেয়ার ও দরজার গ্লাস ভাঙচুর করে। ঈদ শেষ হয়ে গেলেও তুফানের টিকিটের চাহিদা সময়ের সঙ্গে বাড়ছে। এই যখন অবস্থা তখন খোদ শাকিব খান জানালেন তার পরিবারের সদস্যরাও এখন টিকিট পাচ্ছেন না।

‘তুফান’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে সোমবার (২৪ জুন) রাতে রাজধানীর মিরপুরের সনি সিনপ্লেক্সে হাজির হয়েছিলেন শাকিব। সেখানে বসে সিনেমাটি উপভোগ করেন তিনি।

শাকিব ছাড়া আরও এসেছিলেন তুফান ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল, রেদোয়ান রনি, মহেন্দ্র সোনি, পরিচালক রায়হান রাফী, অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী, নাবিলা।

আমন্ত্রিত অন্যান্য কলাকুশলীদের মধ্যে ছিলেন বাংলাদেশের শোবিজ মিডিয়ার আরিফিন শুভ, বিন্দু, রুনা খান, প্রিন্স মাহমুদ, ঐশী, রোশান, নির্মাতা আশফাক নিপুণ প্রমুখ।

সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে শাকিব বলেন, আমার ফ্যামিলির সদস্যরাও বলছেন তারা টিকিট পাচ্ছেন না। দর্শকদের সবার কাছে কৃতজ্ঞতা ভালোবাসা জানাই।

স্পেশাল স্ক্রিনিংয়ে পরিচালক রাফী, প্রযোজক এবং শিল্পী নাবিলা ও চঞ্চলরা প্রত্যেকেই তুফানকে সাফল্য করতে দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আনকাট সেন্সর পাওয়া তুফানে শাকিব খান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী।

আরও আছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, মিশা সওদাগর, সালাউদ্দিন লাভলু। ছবিতে শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন।

সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড।ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।

Leave a Reply

Your email address will not be published.