ঈদে মুক্তি পেয়েছে মোস্তফা কামাল রাজের পরিচালনায় সিনেমা ‘ওমর’। ছবির চিত্রনাট্য করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে ‘মাস্টার কমিউনিকেশনস’র ব্যানারে। বহুল আলোচিত এই সিনেমাটি দেখে কেঁদে ফেলেছেন আরেক গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী।
মোস্তফা কামাল রাজকে কাছে পেয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদলেন। কান্না থামিয়ে বললেন, তুমি যদি আমার বড় হতে তাহলে তোমাকে আমি স্যালুট জানাতাম। তুমি কি সিনেমা বানিয়েছ, আমি কান্না ধরে রাখতে পারছি না। নায়িকাহীন এমন সিনেমা কেউ বানাতে পারে কল্পনাতেও ছিল না।
তিনি আরও বলেন, তোমার এই ছবি হিট হওয়া উচিত, মানুষের দেখা উচিত। মানুষ যদি নাও দেখে তুমি সুপার বানাইছ। আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল।
‘ওমর’ ছবি উৎসর্গ করা হয়েছে লেখক-নির্মাতা হুমায়ূন আহমেদ ও চিত্রনায়ক-প্রযোজক মান্নাকে। উৎসর্গ করার কারণ হিসেবে নির্মাতা বললেন, ‘এই দুজন মানুষকে ছবিটি উৎসর্গ করার মূল কারণ, তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করা। হুমায়ূন আহমেদ আমার সবচেয়ে প্রিয় লেখক। ওনার লেখা এবং নির্মাণ আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। আর নায়ক মান্না আমার অনেক প্রিয়, এমনকি আমার সিনেমার নায়ক শরীফুল রাজেরও প্রিয়।
সিনেমাটি নিয়ে চয়নিকা তার ফেসবুকে লিখেছেন, যদি মোস্তফা কামাল রাজ আমার বড় ভাই হতো তবে আজ তার পা ছুঁয়ে ধন্যবাদ জানাতাম। সত্যিই তাই। এটা আমার একান্ত ব্যক্তিগত অনুভূতি। যারা আমাকে, আমার লেখাকে অপছন্দ করেন, এই লেখা তাদের না পড়াই উচিত। আপনারা কাইন্ডলি আপনাদের কাজ না থাকলে নিজের চরকায় ভালো করে তেল দেন।’
চয়নিকা বলেন, ‘আমি অবাক হয়ে গেলাম একজন পরিচালক পুরা একটি সিনেমায় নায়িকা ছাড়া শুধু গল্প, নির্মাণ, অভিনয় দিয়ে টান টান উত্তেজনায় দর্শকদের বসিয়ে রাখলেন। কী ভাবে সম্ভব? এটা কেউ বিশ্বাস করবে? এমন ঘটনা আমি দেখিনি কখনই। আমি অনেক অনেক ধন্যবাদ দিবো স্ক্রিপ্ট রাইটারকে। যদিও পরিচালক ক্যাপ্টেন অফ দ্য শীপ। সিনেমা দেখতে দেখতে প্রতি মুহুর্তে আমার টেনশন হচ্ছিল। খুব প্যালপিটিশন হচ্ছিল। আমি শতভাগ শিওর কোন দর্শক চোখের পলক ফেলতে পারেননি। চোখ ফেরাতেও পারেননি।’
‘শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, শরীফুল রাজ, ফজলুর রহমান বাবু, তানভীরসহ সবাই যার যার জায়গায় উজ্জ্বল। অভিনয় ও সুন্দর ডায়ালগ ডেলিভারি একদম আলাদা ছিল। এমনকি সিমলা যে মেয়েটি গৃহকর্মীর অভিনয় করেছেন তিনিও দারুণ ছিলেন।’