কলকাতা থেকে ছেলের শারীরিক অবস্থা জানালেন পরীমণি

সম্প্রতি একটি ফেসবুক পোস্টে পরীমণি জানিয়েছিলেন, শীতের ছুটি কাটাতে গ্রামের বাড়ি বরিশাল গিয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। সময়টা বেশ কাটালেও ফেরার পথে রাস্তার পাশের একটি ফলের দোকান থেকে কিছু ফল কিনে খেয়েছিলেন। তাতেই যেন অসুস্থতা ভর করল নায়িকার।

বাদ গেল না পরীর ছোট্ট ছেলেও। অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। টানা কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পরেও সুস্থ না হওয়ায় ছেলে পুণ্যকে (রাজ্য) নিয়ে কলকাতায় উড়াল দেন।

কলকাতার অ্যাপোলো হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসার পর পুণ্য এখন সুস্থ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) কলকাতা থেকে ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন পরী।

ফেসবুকে তিনি লেখেন, ‘পুণ্য এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন।’

এর আগে ১৪ জানুয়ার ফেসবুকে এক পোস্টে অসুস্থতার বিষয়টি জানিয়েছিলেন পরীমণি।

তিনি লেখেন, শীতকালে সবাই খাবার-দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এসব থেকে সেইফ থাকা মুশকিল। বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমাণ মানে দু-একটা বাইট নিয়েছিল। ব্যাস! বাচ্চা, আমি, আমার গাড়িচালকসহ বাসার মোট পাঁচজন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে। সবাই মোটামুটি রিকভার করলেও পুণ্য এখনো হসপিটালাইজড।

তিনি আরও লিখেছিলেন, নানু বাড়ি থেকে ভীষণ রকম গুড এনার্জি নিয়ে ফিরেছিলাম। জমে থাকা কাজগুলো একটানা শেষ করব ভাবছিলাম। গতকাল আমার ওয়েব ফিল্ম ‘কাগজের বৌ’র প্রেস মিট ও প্রিমিয়ার ছিল এফডিসিতে। থাকতে পারিনি। স্বাভাবিকভাবেই মন খারাপ হচ্ছিল খুব। কিন্তু সকাল থেকে অনেক সাংবাদিক ভাই, বন্ধু মেসেজে এবং ফোনে ‘কাগজের বৌ’র প্রশংসা করলেন! আমার, তায়েব ভাই, ইমনের নতুন ক্যামেস্ট্রি আর অভিনয়ের ভালোলাগা প্রকাশ করলেন! আমার পরিচালক চয়নিকা চৌধুরী মেসেজে লিখলেন ‘কি যে সুন্দর ছবি বানিয়েছি নিজেরই তো বিশ্বাস হচ্ছে না!’। আমার বেশ আনন্দ হচ্ছে এসবে। সবাইকে অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন সবাই।

Leave a Reply

Your email address will not be published.