কোরবানি মাংস নিজে বন্টন করি: সজল

তারকাদের জীবনযাপন নিয়ে সাধারণ মানুষ ও ভক্তদের আগ্রহের কোনো কমতি নেই। আর সেটা যদি হয় বিশেষ কোনোদিন তাহলেতো কথাই নেই।

যেমন-ঈদ, তারকারাদের ঈদ কিভাবে কাটে। তা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ থাকে তুঙ্গে। আজ আমরা জানবো ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজলের কোরবানির ঈদ আনন্দ নিয়ে।

বিষয়টি নিয়ে কথা হলে গণমাধ্যমকে তিনি বলেন, কোরবানির ঈদ মানে যতোটা না আনন্দ তার চেয়ে বেশি ত্যাগের। আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ কিন্তু তাই শেখায়। আমারও সেই বিষয়টি মনে হয়।

এজন্য কোরবানির ঈদে অনেক বেশি শপিং কিংবা এটা-ওটার চেয়ে আমি গুরুত্ব দেই নিয়ম মেনে পশু কোরবানি করা হলো কি না।

আমি গরু কেনা থেকে শুরু করে তার দেখভাল, এমনকি কোরবানি করার পর মাংস বণ্টন পর্যন্ত নিজের হাতে করি। নিজে পছন্দ করে কোরবানির গরু কেনার মধ্যে আলাদা অনুভূতি আছে। যার সঙ্গে কোনকিছুর তুলনা হয় না।

ঈদের দিনটা কিভাবে শুরু করলেন? এমন প্রশ্নে তিনি বলেন, ঈদের দিনটি শুরু করেছি গোসল করে মায়ের কাছ থেকে উপহার পাওয়া সাদা পাঞ্জাবী পাজামা পরে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে। তার আগে মায়ের হাতে রান্না করা সেমাই খাওয়া।

এরপরই গরু কোরবানির ব্যাপার চলে আসে। ওসব সারতে সারতেই তো দুপুর গড়িয়ে গেল। এরপর আবার ফ্রেশ হয়ে লাঞ্চ শেষ করে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরোনো। এভাবেই অনেকগুলো বছর ধরে ঈদের দিন পার করে আসছি। শোবিজের বন্ধুদের বাড়িতেও যাওয়া হয় কখনো কখনো।

Leave a Reply

Your email address will not be published.