চঞ্চল চৌধুরীর মিস্টির দোকানে ‘জিন’

ছোটোবেলায় শোনা গল্পগুলো নতুন মোড়কে, ভিন্ন এক আঙ্গিকে সাজিয়ে নিয়ে এসেছেন নুহাশ হুমায়ূন । গা ছমছম করা সেই ভূতের গল্পগুলো নিয়ে নির্মাণ করেছেন অ্যান্থলজি সিরিজ ‘পেটকাটা ষ’। হরর ঘরানার চারটি গল্প নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। পর্বগুলোর নাম—‘বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’।

গত ৭ এপ্রিল সিরিজটির প্রথম পর্ব ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’ মুক্তি পেয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত ১০টা ৫৯ মিনিটে মুক্তি পাচ্ছে সিরিজটির দ্বিতীয় পর্ব ‘মিষ্টি কিছু’।

এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, প্রীতম হাসান, নভেরা রহমান, মাসুদা খান, মোরশেদ মিশু প্রমুখ।

এ প্রসঙ্গে নির্মাতা নুহাশ হুমায়ূন বলেন—‘কিছু বাংলা ভূতের গল্প আছে আমাদের সবার শোনা। মাছ রাঁধলে পেতনি আসে, মিষ্টির দোকানে রাতে জিন আসে, নিশির ডাক শুনতে নেই, খোলা চুলে সন্ধ্যায় বের হতে নেই। এই সব ক্ল্যাসিক বাংলা ভূতের গল্প কিন্তু আমাদের ঐতিহ্য। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের অলিখিত গল্প। সেই ক্ল্যাসিক গল্পগুলোকেই আমি নতুন করে এই সিরিজে উপস্থাপন করেছি।’

সম্প্রতি প্রকাশ হয়েছে এর টিজার। সেখানে দেখা যায়, মিষ্টির দোকানদার চঞ্চল। এক রাতে হঠাৎ তার দোকানে মিষ্টি কিনতে আসেন একজন লোক। ক্ষাণিক পর চঞ্চল বুঝতে পারেন, ওই ব্যক্তি আসলে মানুষ না, জিন!

Leave a Reply

Your email address will not be published.