চলে গেলেন গুণী অভিনেতা মাসুদ আলী খান

না ফেরার দেশে চলে গেলেন শক্তিমান অভিনেতা মাসুম আলী খান। বৃহস্পতিবার(৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজধানীর গ্রিনরোডে নিজ বাসায় তিনি মারা যান।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে তার পরিবার। মাসুদ আলী খানের বয়স হয়েছিল ৯৫ বছর। গত কয়েক বছর ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।

মঞ্চে অভিনয় দিয়ে শুরু। ঢাকায় টেলিভিশন কেন্দ্র চালু হওয়ার পর ছোট পর্দায় অভিষেক। চলচ্চিত্রে অভিনয় করেও নজর কেড়েছেন। পাঁচ দশকের বেশি সময় ধরে প্রায় ৫০০ নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে হয়ে নিজের জাত চেনান তিনি।

ব্যক্তিজীবনে এই অভিনেতার এক ছেলে ও এক মেয়ে। চাকরিজীবনে সরকারের নানা দপ্তরে কাজ করেছেন। ১৯৮৮ সালে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সচিব হিসেবে চাকরি থেকে অবসর নেন।

মাসুদ আলী খান অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, দুই দুয়ারি, দীপু নাম্বার টু, মাটির ময়না। তার অভিনীত কয়েকটি নাটক কূল নাই কিনার নাই, এইসব দিনরাত্রি, কোথাও কেউ নেই।

 

Leave a Reply

Your email address will not be published.