ছোট পর্দায় দীর্ঘ একযুগেরও বেশি সময়ের ক্যারিয়ার তার। অভিনয় দক্ষতা দিয়ে নিজের জাত চিনিয়েছেন বারবার, বহুবার। তবে গত ২০ ডিসেম্বরটা ছিল তার অভিনয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন। কেননা প্রথমবারের মতো বড় পর্দায় অভিষিক্ত হন তিনি। বলছি গুণী অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর কথা। শুক্রবার (২০ ডিসেম্বর) দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’।
দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগ করতে এদিন সকাল ১১টায় রাজধানীর পান্থপথ শাখার স্টার সিনেপ্লেক্সে যান মেহজাবীন চৌধুরী, নির্মাতা, প্রযোজক ও সংশ্লিষ্টরা। ১১টা ২০ মিনিটে শুরু হয় প্রথম শো। শো–টি ছিল হাউজফুল।
বেলা দেড়টায় শেষ হয় সিনেমাটির প্রথম শো। সিনেমা শেষে দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, নির্মাতা শঙ্খ দাশগুপ্ত এবং সংশ্লিষ্টদের!
টানা হাততালি আর হর্ষধ্বনিতে শুভেচ্ছা পেল ’প্রিয় মালতী’ সিনেমা। কিছু দর্শককে চোখে পানি নিয়ে সিনেমা হল থেকে বের হতে দেখা গেছে।
দর্শকদের সঙ্গে সিনেমা দেখা শেষ করে সংবাদমাধ্যমে কথা বলেন অভিনেত্রী মেহজাবীন ও নির্মাতা। মেহজাবীন বলেন, ’সিনেমা ভালো লাগবে, এই প্রত্যাশা ছিল। কিন্তু দর্শক এতটা ইমোশনাল হয়ে পরবেন, আশা করিনি। খুবই ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ।’
নির্মাতা শঙ্খ দাশগুপ্ত বলেন, ”মাত্র তো প্রথম শো। অনেকেই ভালো বলছেন। এমন আরও অনেকেই মন্তব্য করবেন। এগুলো তো মাত্র আসা শুরু হলো। আশা করছি দর্শকদের ভালো লাগার কথাই বেশি আসবে। আমি সবাইকে শুধু বলেত চাই, আপনারা ’প্রিয় মালতী’ দেখতে আসুন, আপনাদের গল্পই বলা হয়েছে সিনেমায়।”
এ সিনেমার মাধ্যমে বড়পর্দার অভিনেত্রী হিসেবে মেহজাবীন, নির্মাতা হিসেবে শঙ্খ দাশগুপ্ত এবং প্রযোজক হিসেবে পর্দায় অভিষিক্ত হয়েছেন আদনান আল রাজীব।