টিকটকের বিশেষ ক্যাম্পেইনে যুক্ত হলেন তাহসান-পূর্ণিমা। বাংলাদেশে টিকটকের জনপ্রিয়তা বাড়াতে একটি বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচিত এই প্লাটফর্ম ।
এক বিজ্ঞপ্তিতে টিকটক থেকে জানানো হয় যে ‘নিরাপদ, সুরক্ষিত ও বহুমুখী কমিউনিটি তৈরির লক্ষ্যে বাংলাদেশে সেফটি অ্যাম্বাসেডর কর্মসূচি চালু করবে তারা। দ্বিমাসিক ভিত্তিতে প্ল্যাটফর্মটিতে অ্যাম্বাসেডররা ভিডিও ক্যাম্পেইন পরিচালনা করবেন। এই ক্যাম্পেইনের প্রথম কর্মসূচি হিসেবে তাহসান ও পূর্ণিমা ফ্যামিলি পেয়ারিং মোড উন্মোচন করেছেন। প্রোগ্রামটি লাইভ করা হয় টিকটক ফ্যামিলি (#tiktokfamily) নামে। এই ফিচারের মূল লক্ষ্য, সন্তানদের টিকটক অ্যাকাউন্টের ওপর মা-বাবার পর্যবেক্ষণের সুযোগ করে দেওয়া।’
আর এই পুরো কর্মসূচিকে বাস্তবায়ন করতে টিকটকের সাথে যুক্ত হয়েছেন অভিনেতা-গায়ক তাহসান খান ও অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা।