টিজারে ঝড় তুলল নিশোর ‘দাগি’

আফরান নিশো হাজির হলেন পর্দার ‘দাগি’ হয়ে। প্রায় দুই বছর পর নতুন সিনেমায় নতুন লুকে তিনি হাজির হলেন দর্শকদের সামনে। ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘দাগি’। এর টিজার প্রকাশ পেয়েছে ১১ মার্চ বিকেলে। আর তাতেই নড়েচড়ে বসেছেন ভক্ত–দর্শকরা।

১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে আফরান নিশোকে পাওয়া গেছে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে। সিনেমার তার চরিত্রের নাম নিশান। প্রথমে তিনি হাজির হন বড় চুলে, মাঝখানে তাকে পাওয়া যায় ছোট চুল বা স্বাভাবিকভাবেই আর একদম শেষে তিনি হাজির হন কয়েদির পোশাকে। তার কয়েদি নম্বর ৭৮৬। টিজারে অভিনেত্রী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমকেও দেখা গেছে।

এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকির প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। ‘দাগি’ তার পরিচালিত দ্বিতীয় সিনেমা। টিজার প্রকাশের প্রতিক্রিয়ায় নির্মাতা বলেন, “দর্শকরা টিজারটি পছন্দ করছেন, এটা আনন্দের। তবে দর্শকদের বলতে চাই, এটা তো মাত্র প্রথম ঝলক; চমকের অনেক কিছুই একে একে আসতে থাকবে। যারা আমার কাজ সম্পর্কে জানেন কিংবা সিনেমাটি নিয়ে যে প্রত্যাশা রাখেন, আশা করছি তার সবই পাবেন ‘দাগি’ সিনেমায়।”

দীর্ঘ বিরতির পর দ্বিতীয় সিনেমা দর্শকদের সামনে আফরান নিশো। নতুন সিনেমার ঝলক নিয়ে দর্শকদের সামনে এসে কেমন লাগছে জানতে চাইলে অভিনেতা বলেন, ”ভবিষ্যতে কী হতে যাচ্ছে, টিজারটি তার ইঙ্গিত দিয়েছে মাত্র। এই সিনেমার প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে। ‘দাগি’ এমন এক গল্প যা ভাগ্য এবং পরিণতি নিয়ে দর্শকদের মধ্যে প্রশ্ন তুলবে।”

অভিনেত্রী তমা মির্জা বলেন, ”আগে থেকেই বুঝতে পারছিলাম ‘দাগি’ নিয়ে দর্শকদের আগ্রহ অনেক। টিজার প্রকাশের পর দর্শকদের ভালোবাসা আমাকে সিক্ত করছে। নিশো ভাই এবং আমার জুটির দ্বিতীয় সিনেমা এটি। আশা করছি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে সিনেমাটি।’

‘দাগি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশারসহ অনেকে। ‘দাগি’ মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প, এ ধরনের গল্প দেশের দর্শক দেখেনি বলে জানিয়েছন নির্মাতা।

Leave a Reply

Your email address will not be published.