ডিবি কার্যালয়ে টানা জিজ্ঞাসাবাদের মুখে শাওন-সাবা

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে অভিনেত্রী শাওন ও সাবার টানা জিজ্ঞাসাবাদ চলছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদেরকে ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম গতকাল গণমাধ্যমকে বলেছিলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

পরে শুক্রবার সকালে তাদের ডিবি কার্যালয়ে আনা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, দুই অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে আনার পর থেকে গোয়েন্দারা তাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। তাদের এসব বিষয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ‌ জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত এই দুই অভিনেত্রীর বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবে না পুলিশ।

এই দুই অভিনেত্রীকে কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে কি না এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দুই অভিনেত্রীকে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published.