‘তাণ্ডব’ থেকে বাদ, মুখ খুললেন নেহা

দেশের শোবিজ অঙ্গন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অভিনেত্রী নিদ্রা দে নেহা। ইন্ডাস্ট্রির নানা অনৈতিকতা ও অপেশাদার আচরণের অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে তার এই ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠেছে—তাহলে কি শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমায় দেখা যাবে না তাকে?

সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেহা স্পষ্ট করেছেন নিজের অবস্থান।

তিনি বলেন, “‘তাণ্ডব’ নামটি আমি আর বলতে চাই না। সিনেমাটির জন্য একদিন শুটিংও করেছি। আমার বাবা ক্যানসারের রোগী। তার চিকিৎসার জন্য মুম্বাই যাওয়ার কথা ছিল, কিন্তু কাজটি করার জন্য আমি সেই পরিকল্পনা বাতিল করি। ফ্লাইটের টিকিটও ক্যানসেল করি। ঈদের আগে একদিন শুটিংয়ে অংশ নিই এবং মে মাস পর্যন্ত ডেটও দিই।”

নেহা জানান, পরে একটি পত্রিকার সাংবাদিক তার নতুন কাজ সম্পর্কে জানতে চাইলে তিনি ছবিটির কথা বলেন। এরপরই তা গণমাধ্যমে প্রকাশ পায়। কিন্তু তাতেই সমস্যা তৈরি হয়। ছবির সংশ্লিষ্টরা মনে করেন, সংবাদটি তিনি নিজেই করিয়েছেন। এ নিয়ে তার সঙ্গে চেচামেচি করা হয়। নেহার ভাষায়, “আমি বললাম, আমি সংবাদ করাইনি। এরপর যা হবার, তা-ই হলো।”

তার দাবি, কাজের খবর প্রকাশ করলেও তাকে এভাবে বাদ দেওয়ার মতো কাজ করা একেবারেই অপেশাদারিত্ব। কারণ, প্রজেক্টের বিষয়ে কিছু গোপন রাখার কোনো নির্দিষ্ট নির্দেশনা তাকে দেওয়া হয়নি। তিনি বলেন, “ধরুন, আমি যদি সংবাদ করিয়েও থাকি, তাও তারা এভাবে আচরণ করতে পারে না। কারণ আমাকে তো বলা হয়নি যে এটা গোপন রাখতে হবে। সাধারণত এমন ক্ষেত্রে টিম আর্টিস্টকে জানিয়ে দেয়। কিন্তু আমাকে কিছুই বলা হয়নি।”

নেহা আরও জানান, চুক্তিপত্রে সই করাও তখনো হয়নি। ঈদের পর সই করার কথা ছিল। কিন্তু তাড়াহুড়ো করে কাজটি শুরু হওয়ায় সে সুযোগ মেলেনি।

উল্লেখ্য, ২০২০ সালে মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন নিদ্রা দে নেহা। সেরা দশে স্থান পাওয়ার পর বিজ্ঞাপন, নাটক, ওয়েব সিরিজ ও সিনেমায় নিজের প্রতিভার ছাপ রেখেছেন। তবে মাত্র পাঁচ বছরের ক্যারিয়ারে নিজের যথাযথ মূল্যায়ন না হওয়ায় হতাশ হয়ে ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published.