তিন দফা দাবি না মানলে রাস্তায় শুয়ে থাকবেন ঝন্টু

রবীন্দ্রনাথের ছোটো গল্পের মত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনও শেষ হয়েও হচ্ছেনা শেষ । নির্বাচন শেষে এখনো চলছে নানান মতবিরোধ । ভোটের দিন সিনেমা সংশ্লিষ্ট ১৭টি সংগঠনের কাউকে এফডিসিতে ঢুকতে দেওয়া হয়নি। এ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন সংগঠনগুলোর সদস্য-নেতারা। এ নিয়ে শনিবার (২৯ জানুয়ারি) থেকেই এফডিসিতে আন্দোলন শুরু করেছেন তারা। তিন দফা দাবিতে আজও চলছে প্রতিবাদ । এ সময় সম্মুখ সারিতে ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, একসময়ের সফল পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, শাহীন সুমনসহ আরও অনেকে।

এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের অপসারণ দাবি করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। তিনি বলেন, ‘আমরা যদি চলচ্চিত্রের মানুষ হয়ে থাকি, তাহলে এই এমডি এফডিসিতে থাকতে পারবেন না। সরকার চাইলেও তিনি থাকতে পারবেন না। আমরা রাস্তায় শুয়ে থাকবো। এই এমডিকে নিয়ে আমরা এফডিসিতে কাজ করতে চাই না। এই এমডি আমাদের চান না। এফডিসি গড়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে তার স্মৃতি ধ্বংস করার চেষ্টা করছেন তিনি। আমরা জেনেছি তার ব্যাকগ্রাউন্ড ভালো না। তিনি অন্যরকম মানুষ যা আমাদের সঙ্গে মেলে না।’

এমডি নুজহাতকে অপসারণ ছাড়াও আরো দুটি দাবি ছিলো নির্বাচনের প্রধান কমিশনার পীরজাদা হারুণকে আজীবন নিষিদ্ধ এবং এফডিসির ভেতরে আর কখনো শিল্পী সমিতির নির্বাচন হতে না দেওয়া।

Leave a Reply

Your email address will not be published.