বছরের প্রায় শেষদিকে এসে নতুন সিনেমা হাতে নিলেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন। সিনেমাটির নাম ‘ময়নার চর’; সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান বাবু।
সিনেমাটির শুটিংয়ে যোগ দিতে আগামী মঙ্গলবার লক্ষ্মীপুরের একটি চর অঞ্চলে যাচ্ছেন এই অভিনেতা। ‘ময়নার চর’ এ ইমনের বিপরীতে অভিনয় করছেন সুস্মি আহসান।
গল্পে দেখা যাবে, চরের একজন প্রভাবশালী মানুষ ইমন, যাকে সবাই পছন্দ করে। এলাকার মানুষের বিপদে আপদে ছুটে আসে।
ইমন বলেন, সর্বশেষ সরকারি অনুদানের চিত্রনাট্যের প্রিভিউ কমিটিতে সবচেয়ে বেশি মার্কস পেয়েছিল ‘ময়নার চর’। এতে আমি কাশেম চরিত্রে অভিনয় করবো। ছবির গল্প একেবারে ‘র’। শুটিংও হবে ‘র’ লোকেশনে। এ ছবিতে নিজেকে ভেঙে নতুন করে আবিষ্কারের সুযোগ পেতে যাচ্ছি।
কিছুদিন আগে রায়হান রাফী পরিচালিত ‘মায়া’ নামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন ইমন। সারিকার সঙ্গে এতে তার অভিনয় প্রশংসিত হয়।