‘নাটকটি আমার কাছে ভালো লেগেছে’

শেকড়ের টানে-নামে এককণ্ডের একটি নাটকে যুক্ত হয়েছেন শক্তিমান অভিনেতা আবুল হায়াত। সুজিত বিশ্বাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন বাবু সিদ্দিকী।

আবুল হায়াত বলেন, ‘এতে আমি গল্পের প্রধান চরিত্র অর্থাৎ আমি দাদুর চরিত্রে অভিনয় করেছি। গল্পে দেখা যাবে, আমি আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম গরীব একটি মেয়েকে বিয়ে করার জন্য। ২৫/২৬ বছর পর তার একটি ছেলে আমার কাছে এসে উপস্থিত হয় শেকড়ের টানে। নাটকটি আমার কাছে ভালো লেগেছে।’

নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। এদিকে কিছুদিন আগে আবুল হায়াত তার আÍজীবনী প্রকাশ করেছেন।

দশ বছর সময় নিয়ে জীবনের দীর্ঘ শৈল্পিক পথ পাড়ি দেওয়ার গল্পগুলো তিনি এক করেছেন নিজের আত্মজীবনীতে। এ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘জন্ম থেকে এই পর্যন্ত যেসব কথা মনে হয়েছে বলা দরকার, বলেছি। আবার অনেক কথা হয়তো বলা দরকার ছিল, বলা হয়নি। সব মিলিয়ে নিজেকে প্রকাশের চেষ্টা করেছি এই বইয়ে। আশা করছি, সবকিছু মিলিয়ে আমার পুরো যাত্রাপথ জানা যাবে।’

Leave a Reply

Your email address will not be published.