নিরবের সঙ্গী কেয়া পায়েল

আবার বিজ্ঞাপনে দেখা যাবে নিরবকে। এ যাত্রায় তার সঙ্গী অভিনেত্রী কেয়া পায়েল। শুক্রবার এফডিসিতে এটি নির্মাণ করছেন ‘বেস্ট ফ্রেন্ড’-খ্যাত নির্মাতা প্রবীর রায় চৌধুরী।

নব্বই দশকের সাড়া জাগানো মডেল নোবেল ও মৌ-এর পারফর্ম করা ‘শাহাজাদী মেহেদী’র বিজ্ঞাপনের ছোঁয়া রেখে রিমেক করা হচ্ছে এটি।

নিরব বলেন, নাইন্টিজ কিডসরা সহজেই রিকল করতে পারবেন ‘শাহাজাদী মেহেদী’র এই বিজ্ঞাপন।

যেখানে নোবেল ভাই ও মৌ আপু ছিলেন। সেই কাজটি নতুন করে আবার রিমেক হচ্ছে। আমার কাছে মনে হলো ভালো এই কাজটির সঙ্গে থাকা যায়। অমিতাভ ভাইয়ের (অমিতাভ রেজা) পরিচালনায় নোবেল ভাইয়ের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলাম বহু বছর আগে।

এবার নোবেল ভাইয়ের সেই বিজ্ঞাপন আমি করছি, সঙ্গে কেয়া পায়েল রয়েছে। কাজটি করতে গিয়ে পজিটিভ ভাইব পাচ্ছি। দর্শকরাও হয়তো পাবেন।

জানা যায়, বিজ্ঞাপনটি আগামী মাস থেকে বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইনে প্রচারে আসবে।

Leave a Reply

Your email address will not be published.