নুসরাতের ‘কন্যা’য় মেতে উঠল সবাই

আবারো ঝড় তুললেন চিত্র নায়িকা নুসরাত ফারিয়া। তার জ্বীন ৩’ ছবির গান ‘কন্যা’

দর্শক-শ্রোতাদের হৃদয়ে ঝড় তুলেছে। যেখানে অভিনেতা সজলের সঙ্গে নায়িকার নাচের ঝলকানি মন কেড়েছে সকলের।

‘কন্যা কন্যা, কন্যা রে, বলব মনের কথা শোননা রে’- এমন কথার গানের দৃশ্যায়নে উঠে এসেছে জাঁকজমক এক উৎসবের আবহ। যেখানে ফুটে উঠেছে নুসরাত ফারিয়ার ট্র্যাডিশনাল নানা সাজের অবতার। শাড়ি-গহনাতে নুসরাতের বাঙালিয়ানা নাচই মনে ধরেছে দর্শকের।

এছাড়া সজলও নানা রঙের পাঞ্জাবি-কুর্তাতে ফুটিয়ে তুলেছেন তার নাচের দক্ষতা। সব মিলিয়ে এই জুটিকে দেখে মুগ্ধতায় ভাসছেন দর্শক-শ্রোতারা।

‘জ্বীন ৩’ ছবির এই গানটি গত সোমবার সন্ধ্যায় মুক্তি পেতেই যেন ছড়িয়ে গেল ঈদের আবহ। নেটিজেনদের অনেকের মন্তব্য, ‘গানটি শুনে ঈদ ঈদ ভাব চলে এসেছে। এখন পর্যন্ত এটাই সেরা গান।’

রবিউল ইসলাম জীবনের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। কণ্ঠের পাশাপাশি ‘কন্যা’র সুর সংগীতও করেছেন ইমরান। ইতোমধ্যে গানটি শুনে ফেসবুক টাইমলাইনে শেয়ার করেছেন তারকারাও।

চিত্রনায়িকা মাহিয়া মাহি, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, তানজিন তিশারাও আছেন সেই তালিকায়। তাদের প্রায় সকলের মন্তব্যঘরে প্রতিক্রিয়া দিতে দেখা গেছে নুসরাত ফারিয়া, ইমরান মাহমুদুলদের।

Leave a Reply

Your email address will not be published.