সিনেমার কাজে এখনো হাত দেননি নুহাশ । এরই মাঝে পেয়ে গেছেন ৭৬ লাখ টাকার অনুদান । আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই পুরো টাকা তিনি পেয়েছেন তাইওয়ান সরকার থেকে । ‘মুভিং বাংলাদেশ’ নামে একটি সিনেমার চিত্রনাট্য লিখেছেন নুহাশ হুমায়ূন । চিত্রনাট্য লেখার পর ফান্ডের জন্য এপ্লাই করেন । ভাগ্য সহায় হওয়ায় নির্বাচিত হন অনুদানের জন্য । টোকিও গ্র্যান্ট ফাইন্যান্সিং মার্কেট, কান উৎসবের মার্শে দু ফিল্ম বাজার, লোকার্নো চলচ্চিত্র উৎসব ও ভারতের ফিল্ম বাজার থেকে নির্মাণে নানা সহযোগিতা পেয়েছে নুহাশের ‘মুভিং বাংলাদেশ’ ।
বিদেশ থেকে ঢালিউডের সিনেমায় অনুদান পাওয়ার প্রসঙ্গে নির্মাতা নুহাশ বলেন, ‘আমি তো এখনো ফিল্মটি বানাইনি। আমার আগের কাজ, এই সিনেমার চিত্রনাট্য দেখে ফান্ড এবং নির্মাণের সুযোগ-সুবিধা পাচ্ছি। কিন্তু সিনেমাটি নিয়ে দেশে কোনো অনুদান বা ফাইন্যান্সার পাইনি, যা পেয়েছি গ্লোবালি। এই অভিজ্ঞতা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। দেশ থেকে টাকা না পেলেও বিদেশের টাকা দিয়ে বাংলা সিনেমা বানানো যাচ্ছে। এশিয়া, ইউরোপে আরও অনেক ফান্ড আছে। এই জায়গাগুলো এক্সপ্লোর করা উচিত। বাইরের সুযোগগুলো নেওয়া উচিত।’
এই ফান্ড মূলত দেয়া হয় তরুণ নির্মাতাদের । ‘মুভিং বাংলাদেশ’ ছাড়াও আরো পাচটি সিনেমাকে অনুদান দিয়েছে তাইওয়ান সরকার ।