৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিন জনসম্মুখে আসেননি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে জয়ী সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। ফলে অনেকটাই গতি হারিয়ে ফেলে শিল্পী সমিতি।
নতুন করে আশার আলো দেখালেন মিশা। জানালেন পরিবর্তন আসছে শিল্পী সমিতির নীতিমালায়।
মিশা বলেন, ‘শিল্পী সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। এখানে দায়িত্বে থেকে কেউ যদি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।
এ ছাড়া আমাদের শিল্পী সমিতির নীতিমালার কিছু কোটেশন পরিবর্তন হচ্ছে। যেই পরিবর্তন শিল্পীদের সুবিধার্থেই করা হচ্ছে।’
এ ছাড়া দেশের চলচ্চিত্র উন্নয়ন নিয়েও কথা বলেন মিশা।