‘পাখি চরিত্রটি যে করেছে, তাকে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে দিলাম’

এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে ঢালিউড তারকা সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ বিশেষভাবে নজর কাড়ছে।

বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে গড়ে ওঠা এই মানবিক গল্পের সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শকদের আবেগে ভাসিয়েছে।

মুক্তির পর থেকেই ‘জংলি’ দর্শকদের পাশাপাশি শিল্পী, নির্মাতা ও পরিচালকদের কাছ থেকেও দারুণ প্রশংসা কুড়াচ্ছে।

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় একটি ফেসবুক পোস্টে জনপ্রিয় নির্মাতা দীপংকর দীপন ‘জংলি’ দেখে তার মুগ্ধতা প্রকাশ করেন। তিনি লেখেন, “অনেক দিন পর বাংলা সিনেমা দেখে এতটা আবেগপ্রবণ হয়েছি। সিয়াম চরিত্রটি অসাধারণভাবে তুলে ধরেছে। ‘জংলি’তে ওর অভিনয় আমাকে সত্যিই ছুঁয়ে গেছে।”

তিনি আরও বলেন, “পাখি চরিত্রে যে অভিনয় করেছে, আমি মনে করি তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া উচিত। বুবলী ও দীঘিসহ সবাই নিখুঁত অভিনয় করেছেন— পুরো টিমের আন্তরিকতা স্পষ্ট।”

প্রথমে প্রচারণা দেখে সিনেমাটি দক্ষিণী ঘরানার হিংস্র গল্প হবে বলে ধারণা করেছিলেন দীপন। কিন্তু পর্দায় তিনি দেখেছেন এক মানবিক, আবেগপূর্ণ এবং সমাজ সচেতন গল্প। “এই ধরনের গল্পকে বিনোদনধর্মী করে তোলা কঠিন কাজ— সেটাই ‘জংলি’ দারুণভাবে করেছে,” মন্তব্য করেন তিনি।

তিনি জানান, ‘জংলি’ এখন বাণিজ্যিক সাফল্যের পথেই আছে। “অফিস ডেতেও উত্তরার একটি হলে সকাল ১১টার শো প্রায় হাউসফুল ছিল। প্রচুর মানুষের সঙ্গে বসে সিনেমা দেখেছি। সিনেমা দেখতে দেখতে আমি দর্শক হয়ে গিয়েছিলাম— ভেজা চোখে বের হয়েছি হল থেকে।”

‘জংলি’ টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দীপন বলেন, “রাহিম, মুখতার, মুন— এদের কঠোর পরিশ্রমের ফল এই সিনেমা। সিনেমাটি দর্শকের মনে রয়ে যাবে অনেকদিন। অভি ও আজাদ ভাইকে ধন্যবাদ এমন একটি সিনেমার পাশে থাকার জন্য।”

সিয়ামের উদ্দেশ্যে তিনি লেখেন, “সিনেমায় দাড়িটা রাখিস, অ্যাংরি লুকটা তোকে দারুণ মানায়। অভিনয়ে এক অন্য উচ্চতায় চলে গিয়েছিস— চালিয়ে যা ভাই।”

দীপনের এই উচ্ছ্বাস এবং প্রশংসা বাংলা চলচ্চিত্রে ‘জংলি’র অবস্থানকে আরও দৃঢ় করে তুলেছে। ‘জংলি’ যেন এ ঈদের বাংলা সিনেমার সাফল্যের নতুন মাইলফলক।

Leave a Reply

Your email address will not be published.