রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহফুজ আলম শ্রাবণ হত্যার ঘটনায় অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনায় শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সহকর্মী থেকে শুরু করে ভক্তরাও ইরেশের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন।
আলোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় এক ফেসবুক স্ট্যাটাসে ইরেশের বিরুদ্ধে করা মামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। একইসঙ্গে তিনি নিজের অতীত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।
জয় লেখেন, “অভিনেতা ইরেশ যাকেরের নামে মামলা দেওয়ায় সকল শিল্পী সমাজের সাথে আমিও তীব্র প্রতিবাদ জানাই। মাস আটেক আগে আমার বিরুদ্ধেও এক হয়রানিমূলক মামলা হয়েছিল। তখন একমাত্র আশফাক নিপুন ছাড়া আর কাউকে পাশে পাইনি। বরং বিভিন্ন কাজ থেকেও বাদ পড়েছিলাম।”
তিনি আরও জানান, মামলা হওয়ার পর আত্মীয়-স্বজন ও সহকর্মীদের কাছ থেকেও অবহেলার শিকার হয়েছেন।
জয় বলেন, “আমেরিকায় শো করতে গিয়ে কয়েকজন অতিউৎসাহী সহকর্মীর কারণে মঞ্চে উঠতে পারিনি। এমনকি হোটেল থেকেও আমাকে বের করে দেওয়া হয়েছিল।”
জয় জানান, তার বিরুদ্ধে মামলার বাদী বর্তমানে পুলিশের হেফাজতে আছেন এবং বিভিন্ন জনের নামে মামলা দিয়ে প্রতারণার অভিযোগে আটক হয়েছেন।
জয় আরও বলেন, “পুলিশ আমার বিরুদ্ধে তদন্ত করে কোনো সম্পৃক্ততা পায়নি। পুলিশ এবং রাষ্ট্র নয়, বরং আমার পরিচিতজনরাই আমাকে সবচেয়ে বেশি হয়রানি করেছে।”
তবে জয় কারও প্রতি কোনো অভিযোগ না রেখে লিখেছেন, “আমি কাউকে দোষ দিচ্ছি না। সকলকে ক্ষমা করে দিয়েছি। আমার নিজের ছোটখাটো ভুলের জন্যও বারবার ক্ষমা চেয়েছি। কিন্তু এমন হয়রানিমূলক মামলায় যখন একজন সেলিব্রেটির নাম জড়ানো হয়, তখন মামলার চেয়ে তারকা নিয়ে বেশি আলোচনা হয়। এতে মূল অপরাধীরা আড়ালে চলে যায়, বিচার প্রক্রিয়া পিছিয়ে যায়।”
সবশেষে জয় লেখেন, “আমরা চাই প্রকৃত অপরাধীর বিচার হোক। সবাই যেন নতুন বাংলাদেশে ভুল শুধরে এগিয়ে যেতে পারে। সকলে যেন একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়।”