প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই চমক দেখিয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ।
ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জিতেছেন তিনি। পেয়েছেন ৬৫ হাজার ৮৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট।
রোববার (৭ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য জানান। এই আসনে ভোট পড়েছে ২১.৭৮ শতাংশ।
রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগসহ আশপাশের এলাকা নিয়ে এই আসন। নির্বাচনে ফেরদৌসের প্রতিদ্বন্দ্বী রয়েছেন চারজন। তারা হলেন- ন্যাশনাল পিপলস পার্টির কে এম শামসুল আলম (আম), জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) শাহরিয়ার ইফতেখার (ছড়ি) এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. বাহারানে সুলতান বাহার (টেলিভিশন)।
এদিকে, নির্বাচনের ফল ঘোষণার পর থেকে ফেরদৌস আহমেদকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন তার শোবিজ অঙ্গেনের বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা। এছাড়া আরও অনেকে এই তারকাকে শুভেচ্ছা জানাচ্ছেন।