বরবাদের বাজিমাত: আয় ছাড়াল ৫১ কোটি

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান ফের প্রমাণ করলেন তাঁর বক্স অফিস দাপট। সদ্য মুক্তিপ্রাপ্ত ঈদ সিনেমা ‘বরবাদ’ দিয়ে নিজেই নিজের রেকর্ড ভাঙার পথে হাঁটছেন তিনি।

গত বছর রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমা ঈদে মুক্তি পেয়ে দেশে-বিদেশে প্রায় ৫৬ কোটি টাকার ব্যবসা করেছিল। এবার সেই রেকর্ডই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’।

প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন জানিয়েছে, মুক্তির মাত্র ২০ দিনের মাথায় সিনেমাটি টিকিট বিক্রি থেকে প্রায় ৫০ কোটি ৮২ লাখ টাকা আয় করেছে। এর মধ্যে প্রথম সাত দিনেই আয় হয়েছিল ২৭ কোটি ৪৩ লাখ টাকা, পরবর্তী ১৩ দিনে আরও প্রায় ২৩ কোটি টাকার ব্যবসা করে ছবিটি।

যদিও দেশের সিঙ্গেল স্ক্রিনগুলো থেকে নির্ভরযোগ্য হিসাব পাওয়া কঠিন, তবে মাল্টিপ্লেক্সের আয়ের ভিত্তিতে হিসাব করলে ‘বরবাদ’-এর মোট আয় ইতোমধ্যে ৫১ কোটি টাকা ছাড়িয়েছে।

আরও বড় খবর হলো—সিনেমাটি এখন আন্তর্জাতিক পর্যায়েও মুক্তি পেয়েছে। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যসহ একাধিক দেশে চলছে বরবাদ। প্রযোজকদের ধারণা, শুধু আন্তর্জাতিক বাজার থেকেই সিনেমাটি আরও ১০ থেকে ১৫ কোটি টাকা আয় করতে পারে।

এছাড়া দেশে এখনো মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে সফলভাবে চলছে ছবিটি। ঈদুল আজহা পর্যন্ত এই ধারা অব্যাহত থাকলে সিনেমার আয় আরও ২০-৩০ কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে বলে আশা করা যাচ্ছে।

সবকিছু মিলিয়ে, ‘বরবাদ’ এবার তুফানকে ছাড়িয়ে শাকিব খানের প্রথম ১০০ কোটির ক্লাব জয় করতে পারবে কি না—এটাই এখন সবচেয়ে আলোচিত বিষয়।

চলছে ‘বরবাদ’ ঝড়, শাকিব ভক্তদের আশা—এবার সত্যিই ইতিহাস গড়বে এই সিনেমা।

Leave a Reply

Your email address will not be published.