বাংলাদেশে জাওয়ানের আয় কত?

বিশ্বব্যাপী মুক্তির পরই ঝড় তুলেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘জাওয়ান’। ৭ সেপ্টেম্বর ভারতের সাড়ে ৫ হাজার ও বিশ্বের অন্যান্য দেশের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমাটি। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় সবার শীর্ষে ‘জাওয়ান’।

রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজনা করেছেন গৌরি খান। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৬৬০.০৩ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৮৭৯ কোটি ৪৪ লাখ টাকার বেশি। এর মধ্যে শুধু ভারতেই ছবিটির আয় ৩৮৬ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৫০০ কোটি টাকার বেশি।

সে যাই হোক বাংলাদেশে কত আয় করলো শাহরুখের জাওয়ান। প্রশ্নটা এখন সবার মুখে মুখে। ব্যাপারটা তাহলে খোলাস করা যাক।

ভারতের সাথে বাংলাদেশেও একইদিনে মুক্তি পেয়েছিল জওয়ান। দেশের ৪৬টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পর প্রথম দিন থেকেই ২৫৩টি করে শো চলছে জওয়ানের। যেই সংখ্যা এই সপ্তাহে আরও বেড়েছে। দৈনিক ২৭৩টি করে শো চলছে। ফলে প্রথম সপ্তাহেই জওয়ানের বাংলাদেশে আয় দাঁড়িয়েছে ৫৫ লাখ টাকা।

দেশে জওয়ান ছবি আমদানিকারক পরিচালক অনন্য মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে শাহরুখের পাঠান ছবি প্রথম সপ্তাহে দেশে আয় করেছিল ২৫ লাখ টাকা। সে হিসেবে জওয়ানের আয় হয়েছে দ্বিগুণ।

জওয়ানের এই আয়ের ধারাবাহিকতা থাকবে দ্বিতীয় সপ্তাহেও। সে হিসেবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশে ছবিটির মোট কালেকশন প্রায় এক কোটি বা তার বেশি থাকবে। যদিও জওয়ানের মূল আয়ের তুলনায় এই সংখ্যাটা খুবই কম। কিন্তু ইউরোপের বিভিন্ন দেশগুলোতেও এমন আয় করতে পারেনি শাহরুখের সিনেমা।

‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন-সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্র রূপায়ন করেছেন প্রিয়ামণি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published.