ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই দর্শকদের বিপুল সাড়া ফেলেছে শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’।
মাল্টিপ্লেক্সগুলোতে ছিল উপচে পড়া ভিড়, আর এবার সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। সম্প্রতি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পেয়েছে ‘দাগি’, এবং সেখানেও চলছে হাউসফুল শো।
পরিচালক শিহাব শাহীন জানিয়েছেন, “দেশের বাইরের শোতেও দারুণ সাড়া পাচ্ছে ‘দাগি’। সামনে আরও কয়েকটি দেশে সিনেমাটি মুক্তি পাবে। আশা করছি, সেখানেও দর্শকদের কাছ থেকে একই রকম প্রতিক্রিয়া পাব।”
তিনি আরও বলেন, “দেশে এখন মূলত ঈদেই বড় বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে, কিন্তু বিদেশে নিয়মিতই ছবি দেখেন প্রবাসী দর্শকরা। তারা দেশীয় সিনেমা দেখার জন্য সব সময় আগ্রহী থাকেন। ‘দাগি’ মফস্বলের একটি গল্প, যা দর্শকদের এক ভিন্ন রকম অনুভূতি দেবে।”
মে মাসের প্রথম সপ্তাহ থেকে ‘দাগি’ মুক্তি পাবে সুইডেন, ইংল্যান্ডসহ আরও বেশ কয়েকটি দেশে। সব কিছু মিলিয়ে নির্মাতা শিহাব শাহীন আশাবাদী, দেশের বাইরেও সিনেমাটি বক্স অফিসে ভালো করবে।
উল্লেখ্য, প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরেছেন শিহাব শাহীন। তার দ্বিতীয় চলচ্চিত্র ‘দাগি’-তে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহিদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, প্রীতি আলভি প্রমুখ।