ফেসবুকে উষ্ণতা ছড়ালেন ফারিয়া

বৈশাখের প্রখর রোদে যেন বাড়তি উত্তাপ যোগ করলেন ঢালিউড তারকা নুসরাত ফারিয়া। বুধবার (১৬ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়ায় সাদা রঙের লঙলাইন আইরিস লেস ব্রালেট পরে পুলসাইডে তোলা একগুচ্ছ ছবি পোস্ট করেন এই অভিনেত্রী।

ক্যাপশনে তিনি লেখেন, “ফ্যাশন করা, নজর কাড়ার মাধ্যমে এমন ভাব ধরেছি, যেন ইচ্ছা করেই চুল ভিজাইনি।” অনুরাগীরা ছবিগুলোর মন্তব্যে আগুনের ইমোজি দিয়ে তার সাহসী লুকের প্রশংসা করছেন।

সম্প্রতি ঈদুল ফিতর উপলক্ষে স্টার সিনেপ্লেক্সের কয়েকটি শাখায় মুক্তি পেয়েছিল ফারিয়া অভিনীত নতুন সিনেমা ‘জ্বীন-৩’। এতে তার বিপরীতে অভিনয় করেন আবদুন নূর সজল। তবে দর্শক সাড়া না পাওয়ায় মুক্তির মাত্র ১২ দিনের মাথায় সিনেমাটি তুলে নেওয়া হয় হল থেকে।

এর আগে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় তরুণী হাসিনা চরিত্রে দেখা গিয়েছিল তাকে। প্রায় এক বছরের বিরতির পর বড় পর্দায় ফেরা হলেও ‘জ্বীন-৩’ দিয়ে প্রত্যাশিত সাড়া পাননি ফারিয়া।

রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তার ক্যারিয়ারে প্রভাব পড়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, “আমি সেটা মনে করি না। একজন শিল্পীর কোনো জাত বা দল থাকে না। সে শুধু চরিত্র অনুযায়ী অভিনয় করে, এটাই তার কাজ।”

‘জ্বীন-৩’ সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলতে না পারলেও ছবির গান ‘কন্যা’ দর্শকদের মধ্যে আলাদা জায়গা করে নিয়েছে। গানটির জন্য ফারিয়ার পারফরম্যান্স প্রশংসিত হয়।

সিনেমাটির প্রযোজক আবদুল আজিজ জানিয়েছেন, তারা শুধুমাত্র একপর্দার হলে সিনেমা মুক্তি দিতে চান না। ঈদের পর বড় পরিসরে আবারো মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে, তবে সেটা পুরোপুরি নিশ্চিত নয়। তার মতে, এতে ব্যবসায়িকভাবে বড় কোনো ক্ষতির সম্ভাবনা নেই।

ঢালিউডের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেও কাজ করছেন নুসরাত ফারিয়া। ‘মুজিব’-এর আগে তাকে দেখা গেছে অ্যাকশন থ্রিলার ‘অপারেশন সুন্দরবন’-এ। বর্তমানে তিনি আরও কয়েকটি সিনেমায় যুক্ত রয়েছেন, যেগুলোর খবর শিগগিরই জানাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

নতুন ছবির অপেক্ষায় তার ভক্তরা, আর ফারিয়া যেন প্রস্তুত আরেকটি ঝড় তোলার জন্য।

Leave a Reply

Your email address will not be published.