মধ্যরাতে দেশ ছাড়লেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন তিনি।
দীঘির পোস্ট অনুযায়ী, গতকাল মধ্যরাতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। তবে কেন দেশ ছাড়লেন আর কেনইবা যুক্তরাষ্ট্রে গেলেন এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
জানা গেছে, দীঘি নিউ ইয়র্কে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন। ওই অনুষ্ঠানের পরেই ঢাকাই সিনেমার এই নায়িকা দেশে ফিরে আসবেন। তবে আরেকটি সূত্র দীঘির এই যুক্তরাষ্ট্র যাত্রাকে একটি ভ্যাকেশন বা ছুটি কাটানোর অংশ হিসেবে উল্লেখ করতে চাইছেন, এজন্য সূত্রটি দীঘির ফেসবুক পোস্টকেই কোট করছেন।
নিজের ফেসবুক হ্যান্ডেলে ভ্রমণকালীন একটি ছবি পোস্ট করেছেন দীঘি। ওই ছবিতে তার হাতে একটি বই দেখা যাচ্ছে। ক্যাপশনে লিখেছেন, অনুমান করতে পারো কে তার স্বপ্নে বাস করে? আলহামদুলিল্লাহ।
ছোটবেলা থেকেই বড় পর্দা ও ছোটপর্দায় দারুণ জনপ্রিয় দীঘি। বর্তমানে পুরোদস্তুর নায়িকা তিনি। অভিনয়ে প্রশংসা কুড়ালেও সোশ্যাল মিডিয়ায় টিকটক, রিল ভিডিও বানানো নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়েন। তবে বডি শেমিংয়ের বিষয়টিও চলে এসেছিল একসময়।