মানুষের প্রত্যাশা অনুযায়ী চলতে পারিনি: নোবেল

ভারতীয় টেলিভিশন চ্যানেল জি-বাংলার গানবিষয়ক রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’র মাধ্যমে বিস্ময় বালক হিসেবে আখ্যায়িত হন বাংলাদেশের ছেলে মাঈনুল আহসান নোবেল। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাতারাতি পেয়ে যান তারকাখ্যাতি। কিন্তু ব্যক্তিজীবনে নানা বিতর্কিত কর্মকাণ্ড ও মন্তব্যের কারণে ‘মাদকাসক্ত’ তকমা পাওয়া এই গায়কের কাছ থেকে মুখ ফিরিয়ে নেন তার ভক্ত ও শ্রোতারা।

দীর্ঘদিন পরে আবারও আলোচনায় তিনি। কারণ একের পর এক সাক্ষাৎকারে সামনে আসছেন নোবেল। অনুরাগীদেরও তাকে নিয়ে আকাঙ্ক্ষা কম নয়। এখনও আশা করেন, নোবেলের মতিগতি কি ঠিক হয়েছে; নাকি আগের মতই আছে? তবে অনুরাগীদের সেই সংকোচ অবশেষে কাটতে চলেছে। নোবেল ফিরে আসছেন সেই আগের রূপ-গুণেই! এক সাক্ষাৎকারে এমনটিই জানালেন নোবেল।

তরুণ এই গায়ক অবশেষে তার ভুল ত্রুটিগুলো বুঝতে পেরেছেন। শুধরে নিয়েছেন নিজেকে। স্বীকার করলেন, আসক্তি নামের একটি বিষয়ের সঙ্গে খারাপ সময় কেটেছে তার। নিজেকে শোধরাতে কাটাতে হয়েছে রিহ্যাবেও। নোবেলের কথায়, ‘একটা আসক্তিতে পড়ে যাই। আমার সম্মতি সাপেক্ষেই আমি রিহ্যাবে কাটিয়েছি। এখন আমি এগুলো থেকে বিরত আছি, সম্পূর্ণরূপে বিরত। সেই জগতে আমার আর ফিরে যাওয়ারও ইচ্ছে নেই। এখানে কাউকে দোষারোপ করার কিছু নেই, সবকিছুর জন্য আমিই দায়ী।’

খানিকটা ভীত স্বরে নোবেল বলেন, ‘অনেকের থেকে দূরে সরে যাওয়ায় একটা দূরত্ব তৈরি হয়ে যায়। আমার কিছু কার্যকলাপ, সেসব ভুল ছিল। সবমিলিয়ে আমার আচার-আচরণ একটু অন্যরকম হয়ে গিয়েছিল। ইন্ডাস্ট্রিতে যারা মূলত আমাকে দিয়ে কাজ করাবেন, তাদের সঙ্গেও আমার একটা দূরত্ব তৈরি হয়, ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়। এর ফলেই আমি ‘গায়েব’ হয়ে যাই আরকি।’

তিনি বলেন, ‘মানুষের আমার কাছে যা প্রত্যাশা করেছিল, আমি সে অনুযায়ী চলতে পারিনি। আমার প্রফেশন গান গাওয়া, গান থেকেই মানুষ আমাকে চিনেছে। তবে আমার যে ভুলভ্রান্তি গুলো ছিল, যেমন কিছু উদ্ভট কথাবার্তা এসব থেকে নিজেকে বিরত থাকি, তাহলে আমার চলার পথটা আরও সহজ হবে।’

রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’ দিয়ে দুই বাংলায় জনপ্রিয়তা পান সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। এরপর মৌলিক কিছু গান নিয়েও হাজির হন তিনি। যা তার জনপ্রিয়তার পরিমাণ আরও বাড়িয়ে দেয়।

বর্তমানে নোবেলের হাতে কিছু গান ও সিনেমা রয়েছে, যা ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ হবে। এর মধ্যে একটিতে খলনায়ক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। পর্দায় খলনায়ক চরিত্র নিয়েই ফিরতে চান এই গায়ক।

Leave a Reply

Your email address will not be published.