মুক্তি পাচ্ছে আইরিনের সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে মডেল ও চিত্রনায়িকা আইরিন সুলতানার সিনেমা ‘দুনিয়া’। ছবিটি পরিচালনা করেছেন সাইফ চন্দন।

এতে আনিসুর রাহমান মিলন ও নিরবের সঙ্গে অভিনয় করেছেন আইরিন। সিনেমাটির কাজ অনেক আগেই শেষ করা হয়েছিল। কিন্তু মুক্তির জন্য বেশ অপেক্ষা করতে হয়েছে। অবশেষে সিনেমাটির পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা দেয় নির্মাতা।

এ প্রসঙ্গে আইরিন বলেন, ‘সপ্তাহখানেক আগে জানতে পারলাম সিনেমাটি মুক্তি পাচ্ছে। শোনার পরই খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি প্রেক্ষাগৃহে দেখার। আশা করি আজ দর্শকদের সঙ্গেই সিনেমাটি দেখব। কাজের অভিজ্ঞতা ও এর গল্প নিয়ে আশাবাদী হয়ে বলতে পারি দর্শক নিরাশ হবেন না।’

এদিকে নতুন কাজ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘নতুন কয়েকটি সিনেমার কাজ করা আছে, এদিকে কয়েকটা সিনেমা সেন্সরও হয়ে আছে। এগুলো হয়তো সামনে মুক্তি পাবে। এছাড়া নতুন সিনেমায় কাজের বিষয়েও কথা চলছে।’

২০০৮ সালের ‘প্যান্টেন ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় ‘সেরা হাসি’ পুরস্কার পাবার পর থেকে বিনোদন মাধ্যমে তার যাত্রা শুরু। র‌্যাম্প মডেল হিসেবে দেশে এবং বিদেশে বহু মঞ্চ মাতিয়েছেন তিনি। তবে গত কয়েক বছর ধরে র‌্যাম্প থেকে চলচ্চিত্রে মনোযোগী হয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published.