এইতো আর মাত্র দুইদিন পরই বিশ্ব ভালোবাসা দিবস। বিশেষ এই মাসে চমক নিয়ে আসছে ওয়েব ফিল্ম ‘নীল সুখ’।
রোমান্টিক ঘরানার এ ওয়েব ফিল্মে জুটি হিসেবে দেখা যাবে রেহান ও মেহজাবীন চৌধুরীকে।
ভিকি জাহেদ নির্মিত নতুন কাজটিতে নতুন অভিজ্ঞতা খুঁজে পাবে দর্শক। গল্পে একটি নিখাদ ভালোবাসা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
কাজটি প্রসঙ্গে নির্মাতা ভিকি বলেন, আসলে আমি রোমান্টিক কাজ খুব কম করি। দর্শকরা অনেক দিন ধরেই রোমান্টিক কাজ চাচ্ছিলেন, তাই করলাম।
ভিকি তার নতুন এ কাজকে প্রয়াত ঔপন্যাসিক, নির্মাতা হুমায়ূন আহমেদকে উৎসর্গ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার আদর্শ হুমায়ূন আহমেদ।
ভিকি আরও বলেন, নির্মাতা হিসেবে তার কাজ আমাকে প্রভাবিত করে। আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল, আমার একটি কাজ হুমায়ূন স্যারকে উৎসর্গ করব। অবশেষে সেটা সম্ভব হলো। এটা আমার জন্য অনেক ভালো লাগার বিষয়।
আগামী ১৮ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে ‘নীল সুখ’।