যে ১৫ সিনেমা হলে দেখা যাচ্ছে ফারুকীর ‘৮৪০’

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বর্তমানে সংস্কৃতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এই নির্মাতা ২০০৭ সালে নির্মাণ করেছিলেন নাটক ‘৪২০’। যা দর্শকের মধ্যে এটি ব্যাপক সাড়া ফেলেছিল।

এবার এলো ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’ সিনেমা।  চলচ্চিত্রটি দেখা  যাচ্ছে দেশের মান সম্মত ১৫টি সিনেমা হলে। দেশের সবচেয়ে আধুনিক মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের ঢাকা ও চট্টগ্রামের ছয়টি শাখায় দেখা যাচ্ছে সিনেমাটি।

এছাড়াও ঢাকার ব্লক বাস্টার সিনেমাস ও শ্যামলী সিনেমা, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটার, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সিলভার স্ক্রিন ও সুগন্ধা সিনেমা, রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ, বগুড়ার মম ইন এবং পাবনার রূপকথায় সিনেমাটি দেখা যাচ্ছে প্রথম সপ্তাহে।

‘৮৪০’-এর পোস্টার, ট্রেলার ও প্রিমিয়ার শো ইতোমধ্যে শোরগোল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। ধারণা করা যাচ্ছে, প্রেক্ষাগৃহ থেকেও দর্শকরা সিনেমাটি উপভোগ করবেন।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, শাহরিয়ার নাজিম জয়, জায়েদ খান, রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পী।

Leave a Reply

Your email address will not be published.