রাজকন্যা নাকি বিদেশে বিলাসী জীবনের হাতছানি, কোনটাকে বেছে নেবে আদিল?

মাসুদুর রহমানের রচনায় ও মোল্লা আবু তৌহিদের প্রযোজনায় বিটিভির এ সপ্তাহের নাটক ‘হায়ার ম্যাথমেটিক্স’। নাটকটি আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে।

নাটকটিতে অভিনয় করেছেন- তনয় বিশ্বাস, লাবণ্য চৌধুরী, দিলরুবা দোয়েল, মাসুম বাশার, শেখ স্বপ্না, বিমল ব্যানার্জি, সানন্দা, শেফালিসহ আরো অনেকে।

আদিল নামের ছেলেটা ভালোবাসে দেশ, দেশের মানুষ ও প্রকৃতিকে। সাহিত্যপ্রেমী আদিল চেয়েছিল কবি হতে, লেখক হতে। কিন্তু বাবার ইচ্ছায় সে ইঞ্জিনিয়ার হয়। অথচ সে চিরকালই অংকটাকে ঘৃণা করতো। ক্যালকুলাসের সূত্রের চেয়ে রবীন্দ্রনাথের রচনাসমগ্র তার কাছে বেশি প্রিয়।

আদিলের ফার্স্টক্লাস ফার্স্ট হওয়ার খবরে সবচেয়ে বেশি খুশি হয় আফরিন, যার সঙ্গে তার প্রেমের সম্পর্ক। সে পাশ করে বের হওয়ার পরে তার বাবা ইয়াকুব আলি সিদ্ধান্ত নিলেন তার বিয়ে আফরিনের সঙ্গে নয়, বিয়ে হবে ধনী উসমান হায়দারের একমাত্র সুন্দরী কন্যা রামিসার সঙ্গে। তাকে তার বাবা-মা বোঝায় তোমার অসচ্ছল পরিবার, বাড়িতে বিধবা বোন, ছোট বোনের এখনো পড়াশোনা শেষ হয়নি- তাকেও বিয়ে দিতে হবে, কত খরচ।

সেই বিবেচনায় আদিল দেখা করতে যায় রামিসার সাথে। দেশপ্রেমিক অদিল জানতে পারে রামিসার ইচ্ছা বিয়ে করে জামাই নিয়ে দেশের বাইরে স্থায়ী হওয়া।

একদিকে নিজের ভালোবাসা, দেশপ্রেম, স্বাধীনভাবে নিজের স্বপ্ন পূরণের ইচ্ছে ও অন্যদিকে রাজকন্যা, রাজত্ব ও বিদেশে বিলাসী জীবনের হাতছানি। আদিল কোন জীবনটাকে বেছে নেবে?

Leave a Reply

Your email address will not be published.