রাজনৈতিক স্যাটায়ার ধারাবাহিক ‘৪২০’ বানিয়ে হইচই ফেলে দিয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। আবারও তিনি ফিরছেন স্যাটায়ার গল্পে। তবে এবার নাটক নয়, হচ্ছে সিনেমা।
ফারুকী তার ফেসবুকে জানিয়েছেন, ‘এর আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই ‘৪২০’। প্রকৃতির কি বিচিত্র খেয়াল, আবার আসছে সেরকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে। যেটার শুট করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটা মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম এই সময়ে অন্তর্বর্তী সরকার থাকবে! তা না হলে এটা কোন সাহসে বানালাম?’
নতুন সিনেমা নিয়ে এর বেশি কিছু জানাননি ফারুকী। আভাস দিয়েছেন দর্শকের প্রতি, একটা হিংস্র সিনেমা দেখার প্রস্তুতি নিতে।
ছবির গল্প প্রসঙ্গে ফারুকী লিখেছেন, ‘এটা আমার প্রিয় জনরা–পলিটিক্যাল স্যাটায়ার। আর কে না জানে, স্যাটায়ার হচ্ছে সেই চাবুক যেটা ক্ষমতাবানদের আতঙ্কিত করে।’