রুনা লায়লা প্রসঙ্গে ড. ইউনূসের সঙ্গে যে কথা হলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর

উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা দীর্ঘ কয়েক দশক ধরে সংগীত জগতে তার অসাধারণ অবদান রেখে চলেছেন। তার গাওয়া অসংখ্য কালজয়ী গান তাকে সংগীতের এক জীবন্ত কিংবদন্তিতে পরিণত করেছে।

সোমবার (৩১ মার্চ) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপ করেন এবং তাকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

এই ফোনালাপে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে আলোচনা হয়, যেখানে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার প্রসঙ্গও উঠে আসে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ জানান, তিনি ড. ইউনূসকে সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে তিনি রুনা লায়লাকে নিয়ে একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে সফরের আমন্ত্রণও জানিয়েছেন।

শেহবাজ শরিফ তার পোস্টে আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও উজ্জ্বল হবে।

Leave a Reply

Your email address will not be published.