সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম নিলেন যেসব তারকা

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন কিনেছেন বেশ কয়েকজন তারকা।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চিত্রনায়িকা নিপুণ আক্তার, অপু বিশ্বাস, অভিনেত্রী ও মডেল সোহানা সাবা মনোনয়ন ফরম কেনেন।

সাবা বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। বাবার আদর্শে আমিও আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে চাই। এর আগে অভিনেত্রী সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তবে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। কিন্তু তিনি সরাসরি রাজনীতিতে অংশ নেবেন তা ভাবতে পারেননি। তবে সবাইকে অবাক করে দিয়ে সরাসরি রাজনীতিতে অংশ নিচ্ছেন সোহানা সাবা।

অভিনেত্রী সাবা

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বগুড়া অঞ্চল থেকে এ ফরম সংগ্রহ করেন অভিনেত্রী।

মনোনয়নপত্র সংগ্রহ করে অপু বিশ্বাস বলেন, ‘আমি সবসময় জনগণের সঙ্গে ছিলাম। আমাকে সুযোগ দেয়া হলে নারীর উন্নয়নে কাজ করবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’

ফরম সংগ্রহ করছেন চিত্রনায়িকা নিপুণও। জানা গেছে, নিপুণ আক্তার চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।

চিত্রনায়িকা অপু বিশ্বাস

দুপুরে ১২টার দিকে মাকে নিয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র কেনেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠেও বেশ সরব তিনি।

গণমাধ্যমকে তিনি বলেন, আশা করছি এবার আমার দল আমাকে মনোয়নয়ন দেবে।

ঊর্মিলা শ্রাবন্তী কর বিগত একযুগ ধরে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

ঊর্মিলা শ্রাবন্তী কর

ঊর্মিলা শ্রাবন্তী কর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মৃত অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অনন্ত কর ও মা মিসেস তৃপ্তী কর। তিনি দুইবোন এক ভাইয়ের মধ্যে সবার ছোট।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার তারিখ নির্ধারণ হয়েছে। আগ্রহীরা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা বিকেল ৪টা পর্যন্ত বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনিসংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। আর নিচ তলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.