স্কুলের ড্রেস পড়ে ছবি শেয়ার করে ডিপজল বললেন শিক্ষিত হতে চাই

ঢাকাই সিনেমার খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। অনেক বছর হল তাকে আর নেতিবাচক চরিত্রে পাওয়া যায় না। আগের মত নিয়মিত অভিনয়ও করেন না তিনি। যা করছেন সেটা ইতিবাচক চরিত্র।

সম্প্রতি হঠাৎ করে স্কুল ড্রেস পরে ক্লাস করতে দেখা গেছে তাকে।

সোশ্যালমিডিয়ায় ভাইরাল হওয়া এমন একটি ভিডিও নিয়ে অবাক হয়েছেন নেটিজেনরা। অনেকে তো ভেবেই নিয়েছেন এই বয়সে ডিপজল স্কুলে গিয়ে পড়াশোনা করছেন। তবে এটি ডিপজলের বাস্তব জীবনের কোনো ঘটনা নয়। এটি তার অভিনীত ‘অমানুষ হল মানুষ’ সিনেমার একটি দৃশ্য।

চলতি মাসের ৪ তারিখ ডিপজলের ফেসবুক পেজ থেকে সিনেমাটির একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটির ক্যাপশনে লিখা ‘আমি শিক্ষিত হতে চাই ’।

এতে দেখা যায়, একটি স্কুলের ক্লাসরুমে শিশুদেরকে পড়াচ্ছেন শিক্ষিকা। এ সময় গায়ে ইউনিফর্ম, কাঁধে ব্যাগ ঝুলিয়ে হন হন করে ক্লাসরুমে প্রবেশ করেন ডিপজল এবং সঙ্গে সঙ্গেই বেঞ্চে বসে পড়েন।

সিনেমায় তিনি স্কুলে যাতায়াত শুরু করেছিলেন। কারণ, ওই স্কুলের শিক্ষক মৌ খানের প্রেমে পড়েন ডিপজল। এরপর থেকে নানাভাবেই ইমপ্রেস করতে শুরু করেন মৌকে। যদিও ক্লাসে মৌ তাকে শিক্ষা নেয়ার ব্যাপারে নাকচ করে দিতে চান, বলেন: যারা মাস্তানি, গুন্ডামি করে তাদের দ্বারা শিক্ষা গ্রহণ সম্ভব নয়।

ছবিটিতে ভয়ংকর সন্ত্রাসীর চরিত্রে অভিনয় করেছেন ডিপজল। একটা সময় স্কুল শিক্ষিকা মৌ খানের  প্রেমে পড়ে যান। এরপর তার মধ্যে পরিবর্তন শুরু হয়।

নানাভাবেই ইমপ্রেস করতে শুরু করেন মৌকে। যদিও ক্লাসে মৌ তাকে শিক্ষা নেওয়ার ব্যাপারে নাকচ করে দিতে চান, বলেন- যারা মাস্তানি, গুন্ডামি করে তাদের দ্বারা শিক্ষা গ্রহণ সম্ভব নয়।

নেটিজেনরাও ডিপজলের এমন চরিত্র দেখে মজা পেয়েছেন। অনেকেই নানারকম মন্তব্য করেছেন। এমন অভিনয়ের জন্য অনেকেই তার প্রশংসা করছেন। সমালোচনা করে অনেকেই বলছেন এই বয়সে এস ডিপজলের এমন অভিনয় মানায় না।

Leave a Reply

Your email address will not be published.