আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ। রাতে দেশের ছয়টি টেলিভিশনে দেখানো হবে আলোচিত টেলিফিল্ম ‘স্বর্ণমানব’-এর ৬ষ্ঠ সিরিজ। এবারের পর্বের নাম ‘টাকা কথা বলে’। টেলিফিল্মটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। অন্যান্য চরিত্রদের মধ্যে রয়েছেন রুনা খান, তারিন জাহান, আজিজুল হাকিম, রাশেদ সীমান্ত, শহীদুজ্জামান সেলিম, টাইগার রবি, খালিদ মাহমুদ ও মাসুদ।
ড. মইনুল খানের গল্প, চিত্রনাট্য ও সন্জয় সমাদ্দারের পরিচালনায় সিরিজটির এই পর্ব নির্মিত হয়েছে। এবারের পর্বে অবৈধ উপায়ে অর্জিত টাকা বিদেশে পাচারের নেপথ্য কাহিনি তুলে আনা হয়েছে। যেখানে দেখা যাবে ওই টাকার প্রকৃত ভবিষ্যৎ কী।
পরিচালক সন্জয় সমাদ্দার বলেন, টাকা পাচারের গল্পটির গাঁথুনি বেশ মজবুত হয়েছে। শুটিংয়ে দুর্লভ কিছু লোকেশন ব্যবহার করা হয়েছে যা দর্শকদের আকৃষ্ট করবে। নাটকীয়তার মাঝে সংলাপের অনেক গভীরতা থাকবে।
ছয়টি টেলিভিশন চ্যানেলে বিভিন্ন সময়ে প্রচার করা হবে সিরিজটি। পরে দর্শকরা এনটিভি অনলাইনের ইউটিউবেও দেখতে পাবেন।
টেলিভিশনে প্রদর্শনের সময়সুচি আরটিভি — বিকেল ৫:৩০, বাংলাভিশন — সন্ধ্যা ৬:২০, বৈশাখী — রাত ৮:৩০, এনটিভি — রাত ৮:৩০, দীপ্ত — বিকেল ৩:৫০, চ্যানেল আই — বিকেল ৩:০৫।
২০১৭ থেকে স্বর্ণচোরালান নিয়ে ‘স্বর্ণমানব’ এর যাত্রা শুরু করেন ড. মইনুল খান। গোয়েন্দাধর্মী এই টেলিফিল্মের পূর্বের সিরিজের জনপ্রিয়তার কথা চিন্তা করে সমসাময়িক প্রসঙ্গ নিয়ে এই ষষ্ঠ পর্ব নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।